• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ব্রেইল ভারশনে প্রকাশিত ভারতের সংবিধান

নিজস্ব প্রতিনিধি: দৃষ্টিহীন তথা বিশেষভাবে সক্ষমদের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়াতে ব্রেইল ভারশনে প্রকাশিত হল ভারতের সংবিধান ৷ বৃহস্পতিবার বিকেলে কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবিধানের ৩টি সংস্করণ উন্মোচন করা হল৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের উপাচার্য ড. নির্মল কান্তি চক্রবর্তী৷ ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি: দৃষ্টিহীন তথা বিশেষভাবে সক্ষমদের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়াতে ব্রেইল ভারশনে প্রকাশিত হল ভারতের সংবিধান ৷ বৃহস্পতিবার বিকেলে কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবিধানের ৩টি সংস্করণ উন্মোচন করা হল৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের উপাচার্য ড. নির্মল কান্তি চক্রবর্তী৷

২ বছর আগে শুরু হয়েছিল পরিকল্পনা৷ বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের উদ্যোগে পূরণ হল সেই স্বপ্ন ৷ এই কাজে সহযোগিতা করেছেন রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমির প্রিন্সিপাল ও স্টাফরা৷ এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ ভারতের সংবিধানের এই সংস্করণের সাহায্যে দৃষ্টিহীন মানুষরাও দেশের আইনি নথি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন৷

উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির এক দৃষ্টিহীন ছাত্র ভারতের সংবিধানের ভূমিকা পড়ে শোনায়৷ ব্রেইল ভারশনে ভারতের সংবিধান প্রকাশিত হওয়ায় এবার সকল দৃষ্টিহীন পড়ুয়ারাই সংবিধান সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন৷ সংবিধান সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের কারও উপর নিরর্ভরশীলও হতে হবে না৷ বাড়বে গ্রহণযোগ্যতাও৷