গরমের ছুটির রুটিনে জেলা অনুযায়ী পরিবর্তন ঘোষণা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি— রাজ্যে সাত দফায় বেশির ভাগ স্কুলেই চলবে ভোটগ্রহণ৷ সে কারণে নির্ধারিত গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে৷ সেই নিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷ সেখানে জানানো হল, ভোটের কারণে কোন জেলায় কখন ছুটি দেওয়া হবে৷ ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা ভোট শুরু৷ প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুডি় কেন্দ্রে ভোট রয়েছে৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল৷ ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে৷ সে কারণে ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে৷ ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে৷ শেষ হবে ২ জুন৷ ভোট শেষ হবে ১ জুন, ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন৷ গরমের ছুটি শেষ হতে চলেছে ২ জুন৷ গত বছর তাপপ্রবাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ ২০২৩ সালের ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়৷ মুখ্যমন্ত্রী সেই ছুটির কথা ঘোষণা করেছিলেন৷ সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে৷ পরে ১৫ জুন পর্যন্ত রাজ্যে গরমের ছুটি ঘোষণা করা হয়৷ এ বার ২ মে থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে গরমের ছুটি৷