‘বড় বড় কথা’, ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে : মমতা

নিজস্ব প্রতিনিধি— চাকরি হারানো যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে মমতার জবাব, ‘এতদিন কোথায় ছিলেন মোদিবাবু? শিক্ষক-শিক্ষিকাদের আপনার কোনও প্রয়োজন নেই৷’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চাকরি খেতে দেব না৷ আমরা আদালতে লড়ছি৷ কোথায় ছিলেন মোদিবাবু? ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে৷ সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল৷ লজ্জা করে না? বড় বড় কথা৷ আপনার কোনও প্রয়োজন নেই শিক্ষক-শিক্ষিকাদের৷ এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়৷ চাকরিও খাবে, আবার বলবে পাশে আছি৷ ত্রিপুরায় সিপিএম আমলে দশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল৷ বলেছিলেন ক্ষমতায় এলে চাকরি ফিরিয়ে দেব, দিয়েছেন? ভোট এলে মনে পডে়৷ মানুষের দগ্ধ জায়গাটায় খোঁচা দেন৷’

প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, ‘বিজেপি ওয়াশিং মেশিন৷ দুর্নীতি কী করে করতে হয়, তা আপনাদের থেকেই শেখা উচিত৷ ১০০ দিনের কাজে শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না, শুধু ভাষণ হচ্ছে৷ জিতলে শুধু উনি থাকবেন, আর কেউ থাকবেন না৷ দেশের সংবিধানও থাকবে না৷ চাকরি দেওয়ার ক্ষমতা নেই, শুধু চাকরি কেড়ে নেওয়া হচ্ছে৷’ এদিন মমতার সভায় ছিল উপচে পড়া ভিড়৷ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি হারানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে৷ এবার এই নিয়ে দ্বৈরথ দেখা গেল মোদি-মমতার মন্তব্যে৷