• facebook
  • twitter
Monday, 16 September, 2024

দিল্লিতে ৩ আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২, কীভাবে ঢুকল জল? উত্তর খুঁজছে পুলিশ

দিল্লি, ২৮ জুলাই: দিল্লির রাজেন্দ্র নগরের আইএএস কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতরা হলেন ওই কোচিং সেন্টারের মালিক এবং কো–অর্ডিনেটর৷ ঘটনার জেরে কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি তৈরি নিয়ে উঠেছে প্রশ্ন৷ জলের চাপেই কোচিং সেন্টারের বেসমেন্টের মূল দরজা ভেঙেছিল, নাকি দরজা খোলা হয়েছিল, সেই প্রশ্নই খুঁজছে দিল্লি পুলিশ ও দমকল৷

দিল্লি, ২৮ জুলাই: দিল্লির রাজেন্দ্র নগরের আইএএস কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতরা হলেন ওই কোচিং সেন্টারের মালিক এবং কো–অর্ডিনেটর৷ ঘটনার জেরে কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি তৈরি নিয়ে উঠেছে প্রশ্ন৷ জলের চাপেই কোচিং সেন্টারের বেসমেন্টের মূল দরজা ভেঙেছিল, নাকি দরজা খোলা হয়েছিল, সেই প্রশ্নই খুঁজছে দিল্লি পুলিশ ও দমকল৷

উল্লেখ্য, শনিবার রাজধানীর রাজেন্দ্র নগরে ৯ মিটার গভীর বেসমেন্টে যখন জল ঢুকছিল, তখন লাইব্রেরিতে ৩০ জন পড়ুয়া ছিলেন৷ সকলে বাইরে বেরিয়ে যেতে পারলেও তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) এবং নেভিন দালউইন (২৮) বেরিয়ে আসতে পারেননি৷ শনিবার রাতে তাঁদের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ওই বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তাই দুর্ঘটনার আগে কোনও গাড়ি বার করার জন্য বেসমেন্টের দরজা খোলা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ৷

দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (সন্টাল) এম হর্ষবর্ধন জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে৷ তিনি আরও বলেন, “আমাদের ফরেনসিক টিম এখানে রয়েছে৷ আমরা সঠিক তদন্ত ও সত্য খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷”

জানা গিয়েছে, শনিবার রাজধানী দিল্লিতে টানা ৩০ মিনিট প্রবল বৃষ্টি হয়৷ এর জেরেই রাস্তা উপচে জল ওই কোচিং সেন্টারের বেসমেন্টে হু হু করে ঢুকতে শুরু করে৷ এজন্য কোচিং সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, দিল্লির নিকাশি সমস্যার কথা কারও অজানা নয়৷ তাহলে বেছে বেছে বেসমেন্টে লাইব্রেরি করা হল কেন? আর করা হয়ে থাকলে আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন? দিল্লির মেয়র শেলি ওবেরয় ঘটনাটিকে ‘খুবই মর্মান্তিক’ বলে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন যে, এটির ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷

ঘটনার জন্য কেজরিওয়ালের সরকার এবং পুর কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি৷ ঘটনার জেরে আপের মন্ত্রী অতীশি এবং স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠকের পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপির মুখপাত্র মনজিন্দর সিং সিরসা৷ আপের পাল্টা বক্তব্য, “বিজেপিকেও জবাব দিতে হবে৷ গত ১৫ বছর ধরে এই এলাকায় একজন বিজেপি কাউন্সিলর ছিলেন৷ তাঁর আমলে কেন নিকাশি সমস্যার সমাধান করা হয়নি৷”