• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

তিন মাসে দু’কোটি টাকা ঋণের ব্যবস্থা

উচ্চশিক্ষার  সুযোগ পাচ্ছেন সংখ্যালঘু পড়ুয়ারা খায়রুল  আনাম:  উচ্চশিক্ষার  ক্ষেত্রে সংখ্যালঘু পড়ুয়াদের কাছে আর্থিক সমস্যা যাতে কোনও প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়,  সেজন্য  সংখ্যালঘু দফতর ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশকিছু  সরলীকরণ  নিয়ে এসেছে।  রাষ্ট্রায়ত্ত  বিভিন্ন ব্যাঙ্কে সংখ্যালঘু পড়ুয়ারা  উচ্চশিক্ষার  জন্য ঋণ নিতে গিয়ে নানাভাবে হয়রানির কবলে পড়ে উচ্চশিক্ষার  আলো দেখার স্বপ্ন হারিয়ে ফেলছে বলে অভিযোগ ওঠার পরেই সংখ্যালঘু

উচ্চশিক্ষার  সুযোগ পাচ্ছেন সংখ্যালঘু পড়ুয়ারা

খায়রুল  আনাম:  উচ্চশিক্ষার  ক্ষেত্রে সংখ্যালঘু পড়ুয়াদের কাছে আর্থিক সমস্যা যাতে কোনও প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়,  সেজন্য  সংখ্যালঘু দফতর ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশকিছু  সরলীকরণ  নিয়ে এসেছে।  রাষ্ট্রায়ত্ত  বিভিন্ন ব্যাঙ্কে সংখ্যালঘু পড়ুয়ারা  উচ্চশিক্ষার  জন্য ঋণ নিতে গিয়ে নানাভাবে হয়রানির কবলে পড়ে উচ্চশিক্ষার  আলো দেখার স্বপ্ন হারিয়ে ফেলছে বলে অভিযোগ ওঠার পরেই সংখ্যালঘু দফতর এ ব্যাপারে সরলীকরণ  এনে এই সাফল্য পেয়েছে বলে জানা যাচ্ছে। আর এরফলে শুধুমাত্র এদেশেই পড়াশোনার জন্যই যে এই ঋণ দেওয়া হচ্ছে তাই-ই নয়, বিদেশে  ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার জন্যও ঋণ দেওয়া হচ্ছে।  যাতে বীরভূম জেলায় উচ্চশিক্ষার  জন্য বিদেশে পড়তে যেতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে।
জেলা সংখ্যালঘু দফতর সূত্রে জানা যাচ্ছে,  জেলার স্থায়ী বাসিন্দা ১৮ থেকে ৩২ বছর বয়স অবধি পড়ুয়ারা এই ঋণ পাওয়ার জন্য  আবেদন করতে পারবেন। চলতি বছরের  এপ্রিল থেকে জুন,  এই তিন মাসে  জেলার ১২০ জন পড়ুয়াকে এই প্রকল্পে দু’কোটি টাকা ঋণ দেওয়া হয়ে গিয়েছে। কোভিড পরিস্থিতির জন্য  এই ঋণ দেওয়ার কাজ সময়িকভাবে বন্ধ রাখার ফলে সংখ্যালঘু পড়ুয়াদের একটা বড়  অংশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় বলে জানার পর  সংখ্যালঘু দপ্তর এই ঋণ দেওয়ার কাজ পুনরায় শুরু করে দিতেই এই সাফল্য পেয়েছে বলে জানা যাচ্ছে ।