কলকাতা, ৮ মে: আজ, বুধবার সদ্য প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এরই মধ্যে আগামী বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আজ এবছরের ফলাফল প্রকাশের পর আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে পর্ষদ। আগাম সেই ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে, আগামী বছর ২০২৫-এর ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওই বছর ১৮ মার্চ পরীক্ষা সমাপ্ত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা বেজে ১৫ মিনিটে। ২০২৫ সালের ৩ মার্চ পড়েছে সোমবার।
পরীক্ষার প্রথম দিন বাংলা (প্রথম পত্র), ইংরাজি (প্রথম পত্র), হিন্দি (প্রথম পত্র), নেপালি (প্রথম পত্র), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি, পাঞ্জাবি ভাষার পরীক্ষা নেওয়া হবে। এর পরের দিন ৪ মার্চ, মঙ্গলবার – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজিম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার ভোকেশনাল বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরের দিন ৫ মার্চ পড়েছে বুধবার। এদিন ইংরাজি (দ্বিতীয় পত্র), বাংলা (দ্বিতীয় পত্র), হিন্দি (দ্বিতীয় পত্র), নেপালি (দ্বিতীয় পত্র), অলটারনেটিভ ইংরাজি ভাষার পরীক্ষা নেওয়া হবে। এরপরের দিন ৬ মার্চ বৃহস্পতিবার ইকনমিক্স বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপর ৭ মার্চ, শুক্রবার থাকছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। সপ্তাহের শেষ দিন ৮ মার্চ, শনিবার। এদিন কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রমেন্টাল স্টাডিস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক ও ভিজুয়াল আর্টস বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরের সপ্তাহে ১০ মার্চ পড়েছে সোমবার। এদিন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি ও সোশিওলজি পরীক্ষা হবে। এরপর ১১ মার্চ পড়েছে মঙ্গলবার।
এদিন কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপরের দিন ১৩ মার্চ পড়েছে বৃহস্পতিবার। এদিন ম্যাথামেটিক্স, ফিজিওলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনমি ও হিস্ট্রি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপর পরীক্ষার তৃতীয় সপ্তাহে ১৭ মার্চ সোমবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা। ওই বছর ১৮ মার্চ ২০২৫ পরীক্ষার শেষ দিন পড়েছে মঙ্গলবার। এদিন স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পরীক্ষা নেওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছুটি শুরু হবে।