নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৮ মার্চ– রাজ্য পর্যায়ের মেধা অন্বেষণ পুরস্কার পেল বর্ধমানের ছাত্রী জেরিন জিলানী৷ এই নিয়ে তৃতীয় বারের জন্য সে ওই শিরোপা পেয়েছে৷ জেরিন বর্ধমান শহরের মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের পড়ুয়া৷ বর্তমানে নবম শ্রেণির ওই ছাত্রীকে পুরস্কার ও সাম্মাণিক দিয়েছে বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশন৷ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরস্কার প্রদান করা হয়৷
প্রতি বছর বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশনের পরিচালনায় রাজ্য পর্যায়ে মেধা ভিত্তিতে অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ অনলাইনে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়৷ ওই প্রতিযোগিতায় জেরিন জিলানী প্রথমে চতুর্থ শ্রেণী, তারপর সপ্তম শ্রেণীতে এবং গতবার অষ্টম শ্রেনীর ছাত্রী হিসাবে ওই অলিম্পিয়াডে অংশ নেয়৷ তার মধ্যে গতবার সে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছিল৷ এবছর সে তৃতীয় স্থান পেয়েছে৷ এবছর ক্লাস ভিত্তিক মেধা তালিকায় তৃতীয় স্থান পাবার পর কলকাতার অনুষ্ঠানে পুরস্কার পেল৷
এদিন ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরস্কার হিসাবে মেমেন্টো, বই, সাম্মানিক, শংসাপত্র তুলে দেওয়া হয়৷ পুরস্কার পাবার পর জেরিনের বাবা পেশায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী রবিউল জিলানী বলেন মেয়ের পড়াশোনা নিয়ে কোন আপোস করা হয়না৷ কম্পিউটার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা তাকে দেওয়া হয়৷ এছাড়াও জেরিনের মা নাজিরা জিলানী মন্ডল শিক্ষিকা৷ তার কাছে এবং বিদ্যালয়ের অনান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্য পেয়ে এতবড় সাফল্য এসেছে বলে দাবি তার বাবার৷ আগামীদিনেও এই প্রতিযোগিতায় সে বসবে বলে জানিয়েছে৷