এবছর সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ। এই উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করল প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের ফিলাটেলিক ব্যুরাে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে ফাস্ট ডে কভার ও বিশেষ ক্যানসেলেশন। ফার্স্ট ডে কভারের পরিকল্পনা করেছেন সুমন্ত কুমার।
সত্যজিৎ রায়ের ছবি ছাড়া এই ডাকটিকিটে রয়েছে অশনি সংকেতের পােস্টার এবং পথের পাঁচালীর একটি বিশেষ দৃশ্য। শুটিং চলাকালীন পরিচালকের বিশেষ মুহূর্তও ধরা রয়েছে ডাকটিকিটে।
দোসরা মে, প্রয়াত চলচ্চিত্রকারের জন্মদিনে ডাকটিকিটটি প্রকাশিত হলেও জনসমক্ষে আসতে দেরি হল। সম্প্রতি প্রকাশ্যে আসতেই কলকাতার সংগ্রাহক মহল ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে এর বিপুল চাহিদা তৈরি হয়েছে।
বাংলাদেশের লকডাউন উঠে গেলে চলতি মাসের শেষের দিকে এপার বাংলার মানুষের হাতে সত্যজিতের স্মৃতিযুক্ত এই খাম চলে আসবে, এমটাই আশা।