বাংলায় করোনার গ্রাফ সামান্য কমল। তবে মৃত্যুর হার বাড়ায় চিন্তায় পড়েছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনার দাপট সামান্য কমলেও চিন্তায় ফেলেছে মৃত্যুর হার।
আর করোনায় মৃত্যুর হার বাড়ায় চিন্তায় পড়েছেন চিকিৎসকরা। গত ১ দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
ওদিকে এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের তুলনায় এদিন সুস্থতার হার বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৫৮ জন। সেক্ষেত্রে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশ। অন্যদিকে, করোনায় দেশে একদিনে মৃত্যু হয়েছে ৬০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮০ জন।
২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬০ জনের। গতকাল দেশে করোনা প্রাণ কেড়েছিল ৪৫ জনের।
সংক্রমণের পাশাপাশি করোনায় মৃত্যুর এই ঊর্ধ্বমুখী গ্রাফ রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা পেয়েছেন ৩৭ লাখ ছয় হাজার ৯৯৭ জন। দেশে কি তবে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ?
এই প্রসঙ্গে নানা মুনির নানা মত। বিশেষজ্ঞ মহলের একাংশের কথায়, খুবই পরিমিত তথ্য এখনও পর্যন্ত হাতে এসেছে।
আর সেই কারণেই এখনই বলা সম্ভব নয় যে, চতুর্থ ঢেউ আছড়ে পড়বে কি না। তবে করোনা যে উদ্বেগজনকভাবে বাড়ছে , সেটা একবাক্যে সকলেই মেনে নিচ্ছেন।