আগামী মাসের ১৩ তারিখে বঙ্গের ৬টি ও মেঘালয়ের ১ টি উপনির্বাচনে জয়ের লক্ষ্যে দলীয় সাংসদ, মন্ত্রী, বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধিদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের লক্ষ্য পূরণে প্রার্থী করা হয়েছে দীর্ঘদিন সংগঠনের নেতাও কর্মীদের তরফ থেকে। যথা উত্তর ২৪ পরগণার নৈহাটি আসনের জন্য পরেশ নাথ সরকারকে, ওই কেন্দ্রের প্রচার ও সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। ওই জেলারই হাড়োযা আসনের জন্য হাবিব রেজা — চৌধুরীকে, ওই আসনটিকে অটুট রাখতে মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষ, জেলা সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামীকে। বাঁকুড়ার তালডাংরা আসনের জন্য তুষার কান্তি সান্নিগ্রহী প্রার্থী করা হয়েছে, প্রচারের দায়িত্ব ওই জেলার সাংসদ অরুপ চক্রবর্তী সহ অন্যান্যদের। মেদিনীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে শ্যামল কুমার ঘোষকে প্রচারের দায়িত্ব ওই জেলার সাংসদ জুন মালিয়াকে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বিকাশ চম্পাসারিকে, ওই কেন্দ্রে জোড়ফুল ফোটাতে মাঠে নামানো হয়েছে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বাইকে। সিতাই বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী করা হয়েছে হরিহর রায় সিংহকে, ওই আসনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার আর এক সাংসদ জগদীশ বসুনিয়া সহ অন্যান্যদের ও।
তৃনমূল কংগ্রেসর সুপ্রিমো তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত উপ-নির্বাচনে কোন প্রচারে প্রচার করতে যান না । দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী চোখের চিকিৎসার জন্যে ভাতের বাইরে, শেষপর্যন্ত উপ-নির্বাচনে প্রচার করতে পারবেন কী না তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে? এই অবস্হা দলীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের দলীয় প্রার্থীদের বঙ্গে ৬টি এবং মেঘালয়ের ১টি আসনের উপ-নির্বাচনে নির্বাচিত করার চ্যালেঞ্জ পার্থ, অরূপ, জুন, জগদীশ, প্রকাশ, রথীন, সুজিত, নারায়ণ সহ অন্যান্য জনপ্রতিনিধিদের। বঙ্গের তৃণমূল কংগ্রেসের বঙ্গের সমস্ত জেলায় ব্লক স্তর পর্যন্ত বিজয়া সন্মেলনি থেকেই উপ-নির্বাচনের প্রচার আরম্ভ হয়ে গেছে, ছয় উপ-নির্বাচনে বিপুল ভোটে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য, প্রচারে কোথায় কোন মন্ত্রী- নেতা-নেত্রী ও অন্যান্যরা যাবেন তার চুড়ান্ত তালিকা খুব শীঘ্রই সুপ্রিমো ও শীর্ষ নেতৃত্ব প্রকাশ করবেন। সেই মোতাবেক নেতা-নেত্রীরা প্রচারে যাবেন।
শুধু বঙ্গের ৬ আসন নয়, সুদুর মেঘালয় বিধানসভার একটি আসনের উপ-নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তফসিলি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে। গত বৃহস্পতিবার ওই আসনের প্রার্থী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন, সঙ্গে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও অন্যান্যরা। ওই কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচারের জন্য ৩০ জন তারকা প্রচারের তালিকায দলীয় সুপ্রিমো তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসর সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী সহ মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া, মেঘালয়ের দলীয় সভাপতির চার্লস পিনগোপ, বিরোধী দল নেতা বিধানসভার মুকুল সাংমা সহ অন্যান্য নেতা-নেত্রীরাও। উল্লেখ্য যে, মেঘালয় বিধানসভায তৃণমূল কংগ্রেসে বিরোধী দল।দলনেতা মুকুল সাংমা। তফসিল সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হলে ওই রাজ্যে তৃণমূলের ক্ষমতা আরো বাড়বে ও দল শক্তিশালী হবে।