• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অসাম্যই যেখানে ‘গ্যারান্টি’’

প্রথম দফা ভোটের পর থেকেই বিজেপির প্রচারে বারবারই উঠে আসছে হিন্দুত্ব প্রসঙ্গ, মুসলিম ভীতি ও জাতীয়তাবাদ৷ সম্প্রতি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রিজার্ভেশন তো মিলনা চাহিয়ে মুসলমান কো পুরা৷ ’ কথাটি লুফে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালুর নাম না করে তাঁকে উদ্দেশ করে মধ্যপ্রদেশে এক নির্বাচনী সভায় বলেন, ‘‘গবাদি পশুর খাবার খেয়ে নেওয়ায়

প্রথম দফা ভোটের পর থেকেই বিজেপির প্রচারে বারবারই উঠে আসছে হিন্দুত্ব প্রসঙ্গ, মুসলিম ভীতি ও জাতীয়তাবাদ৷ সম্প্রতি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রিজার্ভেশন তো মিলনা চাহিয়ে মুসলমান কো পুরা৷ ’ কথাটি লুফে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালুর নাম না করে তাঁকে উদ্দেশ করে মধ্যপ্রদেশে এক নির্বাচনী সভায় বলেন, ‘‘গবাদি পশুর খাবার খেয়ে নেওয়ায় পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খাটা এক তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেণিকে বঞ্চিত করে মুসলিমদের সম্পূর্ণ দিতে চাইছেন৷ কংগ্রেস চুপ করে আছে৷ কিন্ত্ত ওই নেতা ‘ইন্ডিয়া’ জোটের আসল মানসিকতা প্রকাশ করে দিয়েছেন৷ ’’ থেমে থাকেননি লালুও৷ তিনি পাল্টা বলেছেন, ‘সংরক্ষণ সামাজিকভাবে পিছিয়ে পড়ার ভিত্তিতেই তো হওয়া উচিত৷ প্রধানমন্ত্রী এটা বুঝবেন না৷ কারণ উনি আমার মতো অনগ্রসর শ্রেণির মানুষ নন৷ ’

রামমন্দির ইসু্য নিয়ে ফের সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ এই ইসু্যতে কংগ্রেসকে তীব্র ভাষায় বিদ্ধ করেছেন মোদি৷ বলেন, ‘কংগ্রেস যাতে বাবরি মসজিদের তালা এনে রামমন্দিরে ঝোলাতে না পারে তা নিশ্চিত করতেই বিজেপিকে ৪০০ আসনে জেতাতে হবে৷ রাজীব গান্ধি যেভাবে শাহ বানো মামলার রায় পাল্টে দিয়েছিলেন, শাহজাদাও সেভাবে রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় বদলে দিতে চান৷ ’

এই তরজা চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এক ভিডিও বার্তায় বলেন, ‘দেশে এই দুর্বিষহ পরিস্থিতির জন্য মোদি ও তাঁর দল বিজেপিই দায়ী৷ … আজ দেশের কোণায় কোণায় তরুণরা বেকারত্বের জ্বালা অতিষ্ঠ, মহিলাদের উপর নির্যাতন চলছে৷ দলিত, আদিবাসী, পিছড়েবর্গ এবং সংখ্যালঘুরা প্রবল বৈষম্যের শিকার৷ ’
এদিকে আবার লালু-মোদির তরজা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, মোদি যে ধর্মীয় মেরুকরণ ও সংরক্ষণ নিয়ে প্রচারে নেমেছেন, তা আটকাতে মোদির অস্ত্রই তাঁকে পাল্টা ছুড়েছেন লালু৷ প্রসঙ্গত উল্লেখ্য, মণ্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়নের অন্যতম নেতা ছিলেন লালুপ্রসাদ৷ তাই তিনি মোদির আক্রমণের পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘সংরক্ষণ সামাজিক অনগ্রসরতার উপর ভিত্তি করে হয়, ধর্মের ভিত্তিতে নয়৷ অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় সংবিধান পর্যালোচনা কমিশন গঠন করেছিলেন৷ মণ্ডল কমিশন ৩৫০০ অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ সুপারিশ করেছিল৷ এর মধ্যে শুধু ইসলাম নয়, অন্য বহু ধর্মের মানুষও রয়েছেন৷ ’

সম্প্রতি রাহুল গান্ধি বলেছেন, ‘আপনারা বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না৷ ওরা বার বার ঐক্যবদ্ধ দেশের মানুষের মধ্যে বিভাজন আনতে চাইছে৷ ’ আবার মোদির উস্কানিমূলক ভাষণের প্রতিবাদ জানিয়ে তাঁর ভিডিও বার্তায় সোনিয়া গান্ধি বলেছেন, ‘বিরোধী ইন্ডিয়া জোট সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ৷ রাজনৈতিক স্বার্থেই ঘৃণা-বিদ্বেষ ছ.ড়ানো হচ্ছে৷ ’

রায়বেরিলিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি মন্তব্য করেন, এদেশের কোনও নির্বাচিত সরকার তাঁদের দেশদ্রোহী বলতে পারে সেকথা কল্পনাও করতে পারতেন না মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরু৷ রাহুল গান্ধির সমর্থনে সভায় প্রিয়াঙ্কা বলেন, ‘মহাত্মা গান্ধি ও পণ্ডিত জওহরলাল নেহরু দেশের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন সাধারণ মানুষের অধিকার অর্জনের দাবিতে৷ তাঁরা ভাবতেও পারতেন না ভবিষ্যতে কেউ তাঁদের দেশদ্রোহী বলতে পারে৷ ’

ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে দেশে জাতিদাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে আতঙ্ক ছড়ানো, সবই আরএসএসের নির্দেশিত পথে করে চলেছেন নরেন্দ্র মোদি৷ এবারের ভোটে তিনি আরও বেশি আসন চান, যাতে ‘মহাশক্তিধর’ হয়ে উঠতে পারেন৷

আমাদের গণতন্ত্র নেতা নির্বাচনের প্রক্রিয়াকে যত গুরুত্ব দিয়েছে, জনগণের সক্ষমতা নির্মাণে সেই গুরুত্ব দেয়নি৷ যে সক্ষমতা অর্জন গণতন্ত্রের মূলকথা, সেই অর্জনে সমস্ত ব্যক্তির সমান সুযোগ হচ্ছে প্রাথমিক শর্ত৷ সেই শর্ত লঙ্খিত হয়েছে৷ সক্ষমতার প্রথম ধাপ শিক্ষা৷ কোটি কোটি মানুষ তা থেকে বঞ্চিত৷ একই কথা বলা চলে স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী-পুরুষের সমানাধিকারের বিষয়ে৷ মোদির গ্যারান্টিতে সেই বঞ্চনা ক্রমবর্ধমান৷ সেসব সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রের সজাগ প্রহরী হয়ে দাঁড়ায়, সেই সক্ষমতার অভাবকেই হাতিয়ার করেই তৈরি হয়েছে মোদি-জমানার ভিত্তিস্তম্ভ৷

লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে বেকারত্বের হার৷ দেশে যুবশক্তির এই অপচয়, দেশের মানুষের মধ্যে এই অসাম্যই এখন মোদির সরকারের ‘গ্যারান্টি’৷