হীরেন্দ্রনাথ দত্ত
পূর্ব প্রকাশিতর পর
অদৃষ্টের পরিহাসে বেকন-এর পাণ্ডিত্যপূর্ণ ল্যাটিন গ্রন্থসমূহ আজ বিস্মৃত-প্রায়। সপ্তদশ শতকে ইংরেজি গদ্য রচনা পরিমাণে বেড়েছে, ভাষার আড়ষ্টতাও কমে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে গদ্যের প্রতি অবজ্ঞার ভাবটা তখনো ঠিক যায়নি। মিল্টন সে-যুগের মহাকবি। রাজনৈতিক বাদানুবাদে লিপ্ত হয়ে কিছু পুস্তক-পুস্তিকা রচনা করেছিলেন গদ্যে। মুদ্রাযন্ত্রের স্বাধীনতার দাবিতে রচিত তাঁর Areopagitica নামক পুস্তক বিশ্ববিখ্যাত। কিন্তু মহাকবির মনের ভাবটা এমন, যেন গদ্য লিখেছেন বাধ্য হয়ে, অগত্যা।
(ক্রমশ)