পূর্ব প্রকাশিতর পর
মেদিনীপুরের সূক্ষ্ম মাদুর, কুমিল্লা নোয়াখালি ও শ্রীহট্টের শীতলপাটি। বাঙ্গালার নিজস্ব কৃষি-শিল্প— নানা প্রকারের ধান; পাট; বাঙ্গালার মাছের চাষ।
বাঙ্গালার নৌশিল্প— বিভিন্ন সরকারের নৌকা (এই নৌশিল্প এখন প্রায় অবলুপ্ত); বীরভূমের বুহিতাল, এবং চট্টগ্রাম প্রভৃতি স্থানে এই শিল্প সমধিক উন্নতি লাভ করিয়াছিল।
(২) বাঙ্গালার অনুষ্ঠান-মূলক সংস্কৃতি—
বাঙ্গালার সামাজিক বিধি ও ধর্ম-সাধন সম্বন্ধীয়, অনুষ্ঠান, বাঙ্গালার হিন্দুর সম্পত্তি-উত্তরাধিকারের রীতি—দায়ভাগ; বাঙ্গালার সামাজিকতা—বিবাহ, শ্রাদ্ধ, আদিতে উৎসব ও মিলনের রীতি, এবং জ্ঞাতি কুটুম্ব ও মিত্র সম্মেলনের বিশেষ রীতি; বাঙ্গালার পূজা—দুর্গাপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা, দোল, রাস, সরস্বতী পূজা, সতনোরায়ণ পূজা, বিশ্বকর্মা পূজা প্রভৃতি বিশেষত্মময় পূজা ও অনুষ্ঠানসমূহ, বিশেষ করিয়া বাঙ্গালীর জীবনে দুর্গাপূজা; মেয়েদের মধ্যে প্রচলিত বালিকা-ব্রত; পারিবারিক ও ধর্ম সম্বন্ধীয় জীবনকে অবলম্বন করিয়া নানা উৎসব—আটকৌড়িয়া, অন্নপ্রাশন, ভাইফোঁটা, জামাই-ষষ্ঠী, পৌষ-পার্বণ, নবান্ন, অরন্ধন, নূতন-খাতা প্রভৃতি।
(ক্রমশ)