• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

বাঙালির ভাষা

যুক্তব্যঞ্জন হল ল্হ-তে পরিণত হয়। প্রহ্লাদ>প্রল্হাদ, আহ্লাদ>আল্হাদ।

ফাইল চিত্র

শ্রীসুকুমার সেন

পূর্ব প্রকাশিতর পর

মধ্য ভারতীয় আর্যের দ্বিতীয় স্তর ধরা হয় ২০০ খ্রীস্টাব্দ থেকে ৬০০ খ্রীস্টাব্দ পর্যন্ত। এই স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিম্নরূপ:
ক. দুটি স্বরের মধ্যবর্তী স্পৃষ্টব্যঞ্জনের বিলোপ এই স্তরেই সম্পূর্ণ হয়। এবং স্বরমধ্যবর্তী মহাপ্রাণ ধ্বনি উষ্মধ্বনিতে পরিণত হয়ে পরে ‘হ’কারে পর্যবসিত হয়। যথা গত>গদ>গঅ; কথা>কধা>কহা>ক(ও)আ; ককুভ (রাগিণীর নাম)>কউহ>কউ।
খ. স্বমধ্যবর্তী প-ধ্বনির স্থানে ‘ব’ (b>w) ধ্বনি ব্যবহৃত হত। যেমন, অপর>অবর।
গ. পদের আদিতে অন্তঃস্থয় (=y) বর্গীয় ‘জ’ (=j)তে পরিণত হয় এবং অন্তঃস্থ ‘ব’(=w) বর্গীয় ‘ব’ (=b)তে পরিণত হয়, যথা: যুদ্ধ>জুদ্ধ; বায়ু>বাউ।
ঘ. স্বরমধ্যবর্তী –স- এবং –শ- ধ্বনি –হ- ধ্বনিতে পরিবর্তিত হয় কখনো কখনো। যথা: মাস>মাহ, দশ>দহ।
ঙ. যুক্তব্যঞ্জন হল ল্হ-তে পরিণত হয়। প্রহ্লাদ>প্রল্হাদ, আহ্লাদ>আল্হাদ।
চ. যুক্তব্যঞ্জন ষ্ম ধ্বনি ম্হ তে পরিণত হয়, যথা: উষ্ম>উম্হ।
ছ. হ্ম ধ্বনি ম্হ বা ম্ম ধ্বনিতে পরিণত হয়। ব্রাহ্মণ>(বাংলা) বাম্হণ।
জ. শব্দরূপ ও ধাতুরূপের সরলীকরণ চলতে থাকে।
ঝ. বাক্যের শব্দ সংস্থান গুরুত্ব পায়— রামঃ গৃহং গচ্ছতি/রামঃ গচ্ছতি গৃহং/গৃহং গচ্ছতি রামঃ। কিন্তু প্রাকৃতে রামো গহং গচ্ছই।
মধ্য ভারতীয় আর্যের তৃতীয় স্তর ৬০০ খ্রীস্টাব্দ থেকে ১০০০ খ্রীস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। এই স্তরের লক্ষণ হল:
ক. পদান্তস্থিত দীর্ঘ আ হ্রস্ব অ ধ্বনিতে, এ এবং ও ধ্বনি যথাক্রমে ই এবং উ ধ্বনিতে পরিণত হয়। কলিকা>কলিঅ, গৃহে>ঘরি, মনস্>মনো>মনু।
খ. কোনো কোনো উপভাষায় স্বরমধ্যবর্তী –স- বা –স্স-, -হ- ধ্বনিতে পরিণত হয়। দশ>দহ, তস্য>তস্স>তাহ, দিশ>দিহ।
গ. স্বরমধ্যবর্তী ম নাসিক্য ধ্বনিতে পরিণত হয়। কামরূপ>কাঅঁরু, বামন>বাঅঁন।
বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তনের চলচ্চিত্র
আধুনিক বাংলা ভাষার ক্রমবিবর্তনের পথে পিছু হেঁটে আমরা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত পৌঁছুতে পারি প্রাচীন ভারতীয় আর্যের প্রাচীনতম ভাষা বৈদিকে। বৈদিক ভাষার প্রাচীনতম ভাষা ঋগবেদ। ঋগবেদ থেকে ভারতীয় আর্যভাষার সমস্ত স্তরের সাহিত্যিক উদাহরণ দিয়ে আমরা পাঠকের মনে সামগ্রিক ধারণার ছবি আঁকবার চেষ্টা করছি।
প্রাচীন ভারতীয় আর্য : বৈদিক (ক)
ঋগবেদে ঘুমপাড়ানি ছড়া
যদ্-অর্জুন সারমেয় দতঃ বিশঙ্গ যচ্ছসে।
বীব ভ্রাজন্ত ঋষ্টয় উপ সৃক্কেষু বস্পতো।
নি ষু স্বপ।।
স্তেনং রায় সারমেয় তস্করং বা পুনঃ সর
স্তোতৃনিন্দ্রস্য রায়সি কিমস্মন্দূচ্ছুনায়সে।
নি ষু স্বপ।।
ত্বং সূকরস্য দর্দৃহি তব দর্দর্ত সূকরঃ
স্তোতৃনিন্দ্রস্য রায়সি কিমস্মন্দুচ্ছুনায়সে।
নি যু স্বপ।। (ঋক্ ৭:৫৫:২-৪)
(ও) বিচিত্রবর্ণ কুকুর যখন (তুমি) দাঁত বার কর
(তখন) তা বিশেষ শোভা পায় বর্শার মতো;
দংশন কালে দাঁতের পাশ থেকে।
নিঃশব্দে ঘুমোও।

 

(ক্রমশ)