শ্রী সুকুমার সেন
পূর্ব প্রকাশিতর পর
এই শ্রেণীর নাম দিতে পারি অন্যার্থক’ (এই শ্রেণীর সমাসকে বলে বহুব্রীহি)। স্বার্থক-সংহত শব্দে প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের কারক সম্পর্ক থাকে। এই সম্পর্ক অনুসারে এই শ্রেণীর সমাসকে এই কয়েকটি ভাগে ভাগ করা যায়।
ক) দুটি শব্দই বিশেষ্য অথবা বিশেষণ। যথা, আলোছায়া, আম-জাম, বাপ-মা, ছেলে-মেয়ে, ভালো-মন্দ, সাদা-কালো, ঘর-বাড়ি, দিন-রাত্রি, সুখ-দুঃখ, স্ত্রী-পুরুষ।
খ) দ্বিত্ব সংহত এবং অবিকৃত যথা অহরহ, দিন দিন, মুহূর্মুহূ, টলটল বারবার, অন্যান্য, রাশিরাশি, ভারাভারা, ঝরঝর, গড়গড় ইত্যাদি।
গ) প্রথম শব্দটি বিশেষণ দ্বিতীয়টি বিশেষ্য (সংস্কৃতে ব্যাকরণে কর্মধারয় আমরা বলতে পারি প্রথমা তৎপুরুষ) যথা ভদ্রলোক, শুভক্ষণ, মঙ্গলঘট, ভালোমানুষ, কল্যাণকর্ম।
ঘ) প্রথম শব্দে কর্মকারক যথা মনমজান, চোখরাঙান, শিয়ালমারা, নেশাখোর, বাসনমাজা, দাঁতমাজা।
ঙ) প্রথম শব্দে করণ কারক যথা, হাতধরা, শানবাঁধান, দড়িবাঁধা, ঘৃতপক্ব, তৈলসিক্ত, দা-কাটা।
চ) প্রথম শব্দে সম্প্রদান কারক: গুরুদক্ষিণা, দেবপ্রণাম, পিতৃভক্তি, স্নান-যাত্রা।
ছ) প্রথম শব্দে অপাদান কারক। যথা: ঘরছাড়া, স্থানভ্রষ্ট, গৃহহারা, বৃক্ষচ্যুত, বিদেশাগত, শীত-কাতুরে, ব্যাঘ্রভীতি, নাড়িছেঁড়া, নিদ্রোত্থিতা, ইস্কুলপালান, সমুদ্রজাত, গৃহহীন।
জ) প্রথম শব্দে সম্বন্ধ পদ, অশ্বডিম্ব, বৃক্ষপ্ত্র, তরুমূল, রাজশাসন, আমসত্ব, তেঁতুলবিচি, ছাত্রপাঠ্য, পৌষপার্বণ, গঙ্গাজল।
ঝ) প্রথম শব্দে অধিকরণ কারক যথা, গাছ-পাকা, পথচলা, ঘরপোষা, ঘরজামাই, বনভোজন, রাতচরা।
ঞ) প্রথম শব্দ বিপরীতার্থক উপসর্গ ১. অ, অণ্-যুক্ত যথা অকাল, অচল, অটল, অভয়, অমানুষ, অযাত্রা, অরক্ষণীয়া, অলস, অশেষ, অশুভ, অসত্য, অহিত, অনন্ত, অনাদি, অনবহিত, অনাবৃত, অনন্য, অনর্থ, অনুকরণীয় অনৈক্য। ২. আ-যুক্ত যথা, আকাল, আভাগি, আদেখ্লা, আকাজ।
(ক্রমশ)