• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

মাদারিহাটে মৃত্যু, থানায় আত্মহত্যা যুবকের

তিনি কেন এই কাণ্ড ঘটালেন, বা সবার নজর এড়িয়ে কীভাবেই বা থানার মধ্যে এমনটা করলেন, তা নিয়ে ধন্দে পুলিশ।

প্রতীকী চিত্র।

মাদারিহাট থানার শৌচাগার থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশি তদন্ত শুরু হয়েছে। আদৌ আত্মহত্যা কি না, বা আত্মহত্যা হলেও কারণ কী, সেইসব খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, একটি কেস সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে মঙ্গলবার মাদারিহাট থানায় ডেকে পাঠায় পুলিশ। মৃত যুবক ছিলেন ওই ৪ জনের মধ্যেই ১ জন। জিজ্ঞাসাবাদ পর্ব মিটে যাওয়ার খানিকক্ষণ পরে মাদারিহাট থানারই চাইল্ড কেয়ার কর্নারের শৌচাগারে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পুলিশকর্মীরা। চাঞ্চল্য ছড়ায় তাঁদের মধ্যে। পুলিশ মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তিনি কেন এই কাণ্ড ঘটালেন, বা সবার নজর এড়িয়ে কীভাবেই বা থানার মধ্যে এমনটা করলেন, তা নিয়ে ধন্দে পুলিশ। মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকেই। তিনি কোনও সমস্যার মধ্যে ছিলেন কিনা, যার থেকে এমনটা হতে পারে, তা জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যুবকের পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলতে পারে পুলিশ, এমনটা জানানো হয়েছে। অপ্রত্যাশিত এই মৃত্যুর খবরে শোকের ছায়া ঘনিয়েছে পরিবারের লোকেদের মধ্যে।