এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনা পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার আদরাহাটি গ্রামে। ধৃত যুবকের নাম মিঠুন বর্মন। তার বাড়ি গলসি থানা এলাকারই গোহ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে গত ৭ এপ্রিল ওই নাবালিকা বাজার থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে একটি পরিত্যাক্ত রাইস মিলের কাছে এক অপিরিচিত যুবক তার পথ আটকায়। তাঁকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর তাঁকে ভয় দেখানো হয়, যাতে কারও কাছে কিছু না বলে। তবে ওই নাবালিকা বাড়ি ফিরেই পরিবারের লোকজনকে সব কিছু জানিয়ে দেয়। পরিবারের লোকজন চাইল্ড লাইনের সহায়তা নিয়ে গলসি থানায় অভিযোগ দায়ের করেন।
কিন্তু তদন্তে নেমে কিছুতেই অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর স্কেচ আর্টিস্ট কে আনা হয় কলকাতা থেকে। নাবালিকার সঙ্গে কথা বলে অভিযুক্তের ছবি আঁকা হয়। সেই স্কেচ দেখে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পকসো আইনে আদালতে তুলে পাঁচ দিনের হেফাজতে চায় পুলিশ। বিচারক তা মঞ্জুর করেন।