ফের অ্যাসিড আক্রান্ত এক তরুণী! বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। দু’জনেই বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, আবির শেখ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিজিয়া সুলতানার। সোমবার বন্ধুর বাড়ি যাওয়ার সময় হঠাৎই রিজিয়ার পথ আটকে দাঁড়ায় ওই যুবক।
তাঁর দাবি ছিল, তৎক্ষণাৎ মাঠে গিয়ে রিজিয়াকে তাঁর সঙ্গে বিয়ে করতে হবে। বিয়ের সিদ্ধান্ত এভাবে নেওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে না করে দিয়েছিলেন তরুণী। আর তাতেই বাঁধে বিপত্তি। প্রস্তাব মেনে না নেওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে ছুঁড়ে মারেন ওই যুবক। তৎক্ষণাৎ যন্ত্রনায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন রিজিয়া। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিলেন আবির শেখ নামের ওই যুবক। এরপরই স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন।
তাঁর মুখ ও দেহের একাধিক স্থান পুড়ে গিয়েছে। আক্রান্ত তরুণীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ অভিযুক্ত আবির শেখকে গ্রেপ্তার করেছে। জেরা করে তাঁর থেকে ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। যুবকের পকেটেই ছিল অ্যাসিডের বোতল। পরিকল্পিতভাবেই তরুণীকে হামলা করতে গিয়েছিলেন বলেই সন্দেহ পুলিশের।