প্রেম প্রস্তাবে ‘না’, তরুণীকে হেনস্থা যুবকের

প্রতীকী ছবি

লাগাতার প্রেম প্রস্তাব, রাজি না হওয়ায় রাস্তা থেকে তরুণীকে তুলে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবক ও তার বন্ধুদের বিরুদ্ধে। তবে মঙ্গলবার ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশে অভিযোগ করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সূত্রের খবর, গত ৭ ডিসেম্বর জিম থেকে একাই বাড়ি ফিরছিলেন তরুণী। সেই সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক। তার পরেই এলাকার এক পরিত্যক্ত জায়গায় তরুণীকে সকলে মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরে তরুণী বাড়ি ফিরে বাড়ির লোকেদের সমস্ত বিষয় বলে। অভিযোগ, তারপরেই আবারও ফোনে উত্যক্ত করতে থাকে যুবক। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এর পরই বাধ্য হয়ে তরুণী অভিযোগ দায়ের করেন নদিয়ার কৃষ্ণনগর থানায়।

সূত্রের খবর, ধর্ষণ এবং লাগাতার হুমকির কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, এর আগে একাধিকবার তরুণীকে প্রেমে প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। বারবার প্রস্তাবে নাকচ করতেই হিংসার পথ বেছে নেয় অভিযুক্ত। ঘটনার প্রেক্ষিতে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি মুত্তাকিনুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা তরুণীর বয়ান রেকর্ড করেছিল। দোষীদের খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে’।