প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হলো এক যুবককে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বারাবনি থানার পুলিশ মহঃ আনোয়ার নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের ৪/৬ নং ধারায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে, বুধবার বারাবনির দোমোহানি গামছা গাধাপাড়ার এক আদিবাসী যুবতী বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, প্রায় এক বছর আগে তাঁকে বিয়ে করেছিলেন মহঃ আনোয়ার নামে ওই যুবক। পেশায় রংমিস্ত্রি ওই যুবক পরিচয় দিয়েছিলেন আশিস বলে। তাঁর বাড়ি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে। যুবতীর বাড়ি পাণ্ডবেশ্বর থানার শ্যামসুন্দরপুরে। ভালোবাসার সম্পর্কে তাঁর সঙ্গে বিয়ে হয় ওই যুবকের। বারাবনিতে তাঁরা ভাড়াবাড়িতে থাকতেন। পরে তিনি জানতে পারেন যে, আনোয়ারের প্রথম পক্ষের বউ ও বাচ্চা রয়েছে। তাঁরাও এদিন বারাবনি থানায় এসেছিলেন।