ধান কাটার মরশুম চলছে। সেই সময়ে খেত মজুরদের পাশে দাঁড়িয়ে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃত্বরা। সিদ্ধান্ত হয়, খেত মজুরদের মজুরি ২২০ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা ও দুই কেজি চাল করা হবে। সিঙ্গারকোন ব্যাঙ্ক বাজার মোড়ে একটি সভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ সংগঠনের জেলা সভাপতি তথা বিধায়ক শেখ শানওয়াজ, ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায়, জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা দেবু টুডু প্রমুখ।
দেবু টুডু বলেন, বাম আমলে খেত মজুরদের নিয়ে আন্দোলনের নামে শুধু ঝান্ডা বওয়ানো হয়েছে। কালনা-১ ব্লকে বাম নেতৃত্ব ২০০৮ সালে এই নভেম্বর মাসে খেতমজুরদের নিয়ে আন্দোলনে উসকানি দিয়ে ধর্মঘট ডাকে। মাঠে তখন পাকা ধান। ফসল বাঁচাতে ব্লক অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ জন চাষির। মৃত চাষিদের পরিবারের দাবি ছিল, সেই দিনের দুর্ঘটনা বাম নেতৃত্বের উসকানিতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। আন্দোলন করতে হয় না। মানুষ না চাইতে সব কিছু পান। এতদিন কালনা-২ ব্লকের বৈদ্যপুর, বড়ধামাস, অকালপৌষ, আনুখাল ও বাদলা অঞ্চলে ২২০ টাকা ও দুই কেজি চাল মজুরি ছিল। এদিন বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে ২৩০ টাকা ও দুই কেজি চাল মজুরি সিদ্ধান্ত হয়।