দীর্ঘদিন থেকে দাবি উঠছিল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ফ্লাই ওভারের দু’দিকের জরাজীর্ণ সার্ভিস রোড স্থায়ীভাবে মেরামতের জন্য। বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর গত ১১ নভেম্বর পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশনের সময় বালিচক স্টেশন উন্নয়ন কমিটির প্রতিনিধিদের কথা দিয়েছিলেন নভেম্বরের ২০ তারিখ নাগাদ কাজ শুরু হবে। সেই কাজ শুরু হয়েছে।
এবার অস্থায়ী নয়, পুরোপুরি পাকা রাস্তায় রূপান্তরিত করা হবে সার্ভিস রোডটি। ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে এলাকাবাসীকে কথা দিয়েছে প্রশাসন। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভুঁইয়া বলেন, অনেক আন্দোলনের পর বালিচক ফ্লাইওভারের দু’দিকের রাস্তাটি স্থায়ী ভাবে পাকার তৈরিরে কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাস্তা তৈরির কাজ সম্পন্ন হবে। এর ফলে এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে ওই রাস্তাটির পাকা করার কাজ শুরু করায় খুশি এলাকার সর্বস্তরের মানুষজন।