এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ডালখোলায়। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। শনিবার সকালে ডালখোলা থানা এলাকার সুধানী নদীর ধারে তাঁর নলি কাটা দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মহিলাকে শ্বাসরোধের পর গলার নলি কাটা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মহিলা ধর্ষণের শিকার হয়েছেন কি না, তাও জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই মহিলা শুক্রবার দুপুর নাগাদ ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুজির পর পরিবারের তরফে গোটা বিষয়টি ডালখোলা থানায় জানানো হয়। শনিবার সকালে নদীর পাড়ে ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরাই পুলিশের খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বিবাহিতা। তাঁর একটি সন্তান রয়েছে। আড়াই বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় থাকতে শুরু করেন তিনি। মৃত মহিলার ভাইয়ের অভিযোগ, দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।