মুর্শিদাবাদে আমবাগান থেকে মহিলার দেহ উদ্ধার

সাতসকালে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। রাস্তার ধারে এক আমবাগান থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। কীভাবে মহিলার মৃত্যু হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ওই মহিলাকে কেউ খুন করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শরিফা বিবি। তিনি ইমামনগরের বাসিন্দা ছিলেন। প্রায় ৭ বছর আগে শঙ্করপুর এলাকায় তাঁর বিয়ে হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সম্ভবত কেউ ওই মহিলাকে খুন করে আম বাগানে ফেলে রেখে গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওড়না পেয়েছে পুলিশ। সেই ওড়না দিয়েই ওই মহিলাকে খুন করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে।

ওই মহিলার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, শরিফাকে গলা টিপে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনা ধামাচাপা দিতে দেহটি আমবাগানে ফেলে রেখে গিয়েছে তারা। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি ওড়না। সেটি ফরেন্সিকে পাঠানো হয়েছে। বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।


সূত্রের খবর, অন্য এক মহিলাকে নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত শরিফা ও তাঁর স্বামীর মধ্যে। দীর্ঘ কয়েক বছর ধরে মনোমালিন্য চলছিল তাঁদের মধ্যে। এনিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভাও বসেছিল বলে খবর। তবে তার পরেও মনোমালিন্য মেটেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মৃতার পরিবারের বক্তব্য, বুধবার নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরেছিলেন শরিফা। তার কিছুক্ষণের মধ্যেই স্বামীর সঙ্গের গন্ডগোল বাধে তার। বৃহসস্পতিবার সকালে আমবাগান থেকে উদ্ধার হয় শরিফার দেহ। তাঁর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির লোকদের সঙ্গে কথা বলছে হরিহরপাড়া থানার পুলিশ।