• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

নকশালবাড়িতে মহিলাকে লক্ষ্য করে গুলি, পলাতক অভিযুক্ত

এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তবে বরাতজোড়ে রক্ষা পেয়েছেন ওই মহিলা।

প্রতীকী চিত্র।

এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তবে বরাতজোড়ে রক্ষা পেয়েছেন ওই মহিলা। মঙ্গলবার রাতে নকশালবাড়ির তোতারাম জোত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। কী কারণে তিনি গুলি চালালেন তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ তৌফিক। তিনি তোতারাম জোত এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে ওই একই এলাকার এক মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে দোকানে গিয়েছিলেন। তখই আচমকা তৌফিক এসে তাঁর দিকে বন্দুক তাক করেন। বন্দুক দেখেই ভয় পেয়ে যান ওই মহিলা। অভিযোগ, সেই সময় গুলি চালিয়ে দেন মহম্মদ তৌফিক। গুলিটি গিয়ে লাগে মাটিতে। গুলির আওয়াজ শুনে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে তদন্তভার হাতে নিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তবে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। কী কারণে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। এরে জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আতঙ্কে বাড়ি থেকে বেরতে পারছেন না অনেকে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

News Hub