জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদে ঢুকে পড়ায় গুলিবিদ্ধ হতে হল প্রতিবেশী এক মহিলাকে। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়। এর আগেও ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল চাপড়ার পুকুরিয়া এলাকার দুই ভাইয়ের মধ্যে। শনিবার নতুন করে বিবাদ বাধলে তাতে জড়িয়ে পড়েন প্রতিবেশী সাবিনা মিস্ত্রি। অভিযোগ, তখন তাঁকে বেধড়ক মারধর করা আব্বাস শেখ নামে এক ভাই। সাবিনার অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেপ্তার করা হয় আব্বাসকে। তবে সোমবার জামিন পেয়েই কেন অভিযোগ জানানো হয়েছে জিজ্ঞাসা করতেই সাবিনাকে লক্ষ্য করে গুলি করা হয়।
সূত্রের খবর, রাতে একাই বাড়ি ফিরছিলেন সাবিনা। সেই সময় আব্বাস, হজ ও ওসমান তাঁর রাস্তা আটকায়। জিজ্ঞেস করা হয়, কেন তাঁর নামে থানায় অভিযোগ করা হয়েছে। এর পরেই সাবিনাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি পায়ে লাগতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তিনজন। পরে স্থানীয়েরা উদ্ধার করে অভিযোগকারীকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে রাতে অবস্থার অবনতি হলে সাবিনাকে স্থানান্তর করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে খোঁজ চলছে অভিযুক্ত তিনজনের।