ট্যাঙ্কারের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ কর্মীদের তাড়া করেন তাঁরা। হামলা থেকে বাঁচতে কোনওক্রমে পালিয়ে পাশের একটি স্কুলে আশ্রয় নেন পুলিশ কর্মীরা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্যাঙ্কারটিকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১০টা নাগাদ ফুলবাড়ির জটিয়াখালির রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিলেন। সেই সময় একটি ট্যাঙ্কার তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান চম্পামারির বাসিন্দা ওই মহিলা। অভিযোগ, ট্রাফিক পুলিশ থাকলেও তিনি মোবাইল ফোন ঘাঁটায় ব্যস্ত ছিলেন। এই অভিযোগ তুলে স্থানীয়রা ট্রাফিক পুলিশদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা অবরোধও করা হয়। স্থানীয়দের তাড়ায় দৌড়াতে শুরু করেন পুলিশ কর্মীরা। স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন তাঁরা। এরপর খবর যায় থানায়।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সেখানে থেকে পুলিশ কর্মীদের ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশের গাড়ি ঘিরে ফেলা হয়। গাড়িতেও ক্রমাগত চাপড় মারা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পাঠানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ। গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের তাড়া খেয়ে পালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা কোনও কাজ করেন না। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।