• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

জেলবন্দি স্বামীকে সিমকার্ড সরবরাহ, গ্রেপ্তার স্ত্রী

বেশ কিছুদিন আগে মনিরুল সেখকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তাঁকে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে রাখা হয়।

প্রতীকী ছবি

মাদক পাচারের অভিযোগে জেলবন্দি স্বামী। তবে কারবার বন্ধ হলে চলবে না। তাই জেলে বসেই যাতে কারবার চালাতে পারে সেইজন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন পতিব্রতা স্ত্রী। অভিনব কায়দায় স্বামী মনিরুলকে সিমকার্ড সরবরাহের চেষ্টা করেছিলেন স্ত্রী শরমিনা বিবি, যা হার মানাবে যে কোনো সিনেমা-সিরিয়ালকে। কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে স্বামীর কাছে খাবার নিয়ে যাওয়ার নাম করে পেঁয়াজের খোসার ভিতরে করে সিমকার্ড নিয়ে গিয়েছিলেন শরমিনা। হাতেনাতে পাকড়াও করে পুলিশ ১৩টি সিমকার্ড উদ্ধার করেছে।

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে মনিরুল সেখকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তাঁকে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে রাখা হয়। মনিরুলের বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। শুক্রবার তাঁকে খাবার দিতে স্ত্রী শরমিনা বিবি সংশোধনাগারে গিয়েছিলেন। সেখানে তিনি জেল-কর্মীর হাতে খাবার দেন। খাবার পরীক্ষা করতে গিয়েই কারারক্ষীদের চক্ষু ছানাবড়া! খাবারের মধ্যে পেঁয়াজের খোসার ভিতরে রয়েছে ১৩ খানা সিমকার্ড। সঙ্গে সঙ্গে আটক করা হয় মহিলাকে।

জানা গিয়েছে, জেলে বসেও যাতে স্বামী কারবার চালাতে পারে তাই স্ত্রী পেঁয়াজের খোসায় ভরে সিমকার্ড নিয়ে গিয়েছিলেন। স্ক্যান করতেই ধরা পড়ে যায় জালিয়াতি। কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কৃষ্ণনগর জেলা আদালতে তাঁকে পাঠানো হয়। মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং তিনদিন পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে। অন্যদিকে, সিমকার্ডগুলি বাজেয়াপ্ত করে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এতোগুলো সিমকার্ড কী কাজে ব্যবহার করত মনিরুল, সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।