কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে আচমকা অসুস্থ বেশ কয়েকজন। পেটের অসুখে ভুগছেন তাঁরা। পানীয় জল থেকে কোনও ভাবে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ৪০ থেকে ৫০ জন পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। সরবরাহ করা জল খাওয়ার অযোগ্য। প্রশাসনকে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল থেকে ডায়রিয়া ছড়িয়েছে এলাকায়। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি রয়েছেন এলাকার বহু মানুষ। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিন ধরেই এলাকায় জলের সমস্যা রয়েছে। কাউন্সিলরকে বলেও কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে হবে।’ কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি দল ২৯ নম্বর ওয়ার্ড থেকে জলের নমুনা সংগ্রহ করেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
বাসিন্দাদের একাংশের দাবি, ড্রেনের পাশে পানীয় জলের কল থাকায় ড্রেনের জল পাইপে ঢুকে যাচ্ছে। সেই জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। এদিকে মাইক নিয়ে এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে স্থানীয় কাউন্সিলর নির্মলা রায়কে। তিনি নিজেও অসুস্থ হয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।