শনিবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকার কাছে ঘটে একটি দুর্ঘটনা। ভাঙা বাড়ির দেওয়াল ধসে পড়ে প্রাণ হারান ২ ব্যক্তি। এছাড়াও চাপা পড়েছেন বেশ কয়েকজন ব্যক্তি, এমনটা আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল।
স্থানীয়দের দাবি, কিছু লোক ওখানে লুকিয়ে লোহা কুড়োতে গিয়েছিলেন। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। ওই দুর্ঘটনাতেই বেশ কয়েকজন সেখানে দেওয়াল চাপা পড়েছেন, এমনটাই দাবি স্থানীয়দের। সমস্ত বিষয়টি নজর রাখছে পুলিশ প্রশাসন। দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী আনা হচ্ছে সেখানে। এই মুহূর্তে মাটি কাটার জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙাচোরা অংশ।
৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাস্তা সম্প্রসারণের জন্য সেখানকার বাড়িঘর সরিয়ে দেওয়াও হচ্ছে। এরকম সময়ে সেখানকারই একটি বাড়ি ধ্বসে যাওয়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারা সেখানে কী কারণে লোহার রড কুড়োতে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ওই অংশে আটকে থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য মেলেনি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।