আবাস যোজনা, সার্ভে কর্মীকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ

প্রতীকী চিত্র

আবাস যোজনার তালিকা সার্ভে করতে গিয়ে খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চলের ধিতপুর গ্রামে স্থানীয়দের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েত কর্মী শঙ্কর পাহাড়ি।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগে আবাস যোজনার যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা শঙ্করই তৈরি করেছিলেন। ওই তালিকা ছিল ভুলে ভরা। একই পরিবারের দু-তিনজন সদস্য তালিকায় স্থান পেয়েছিলেন । যারা প্রকৃত অর্থে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম তালিকাভূক্ত হয়নি। এইরকম তালিকা যিনি তৈরি করেছিলেন তার উপরেই তালিকা খতিয়ে দেখার কাজ পুনরায় দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা ওই ব্যক্তি কখনোই নিরপেক্ষ একটি তালিকা তৈরি করতে পারবেন না। তাই আগের কাজের কৈফিয়ত দাবি করে শঙ্করবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

চাঙ্গুয়াল অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেসের দিপালী সিং বলেন, ‘শঙ্করবাবুকে ঘিরে এলাকার মানুষের ক্ষোভ ছিল। তারা সেই ক্ষোভের কথা জানিয়েছেন। আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্যদের নাম তালিকাভূক্ত না থাকায় ক্ষোভ তৈরি হয় । আমি শঙ্করবাবুকে নিয়ে গ্রামবাসীদের এই ক্ষোভের কথা বিডিওকে জানিয়েছি। বিডিও সাহেবের নির্দেশ অনুযায়ী ওই কর্মীকে ওই এলাকার সার্ভের কাজ থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ।’


খড়গপুর দু নম্বর ব্লকের বিডিও সুব্রত ঘোষ বলেন, ‘২০২২ সালে আবাস যোজনার তালিকা তৈরীর সময় বাড়ি পাওয়ার যোগ্য কয়েকটি নাম বাদ পড়েছিল। তারা সার্ভে টিমকে ঘিরে বিক্ষোভ দেখান। আমরা ওই বাড়িগুলির ছবি তুলে অভিযোগ জমা দিতে বলেছি। অভিযোগ তারা সার্ভে টিমকে বা আমাকে জানাতে পারেন। এছাড়া তাদের সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানাতে বলেছি। যে কর্মীকে নিয়ে গ্রামবাসীদের মনে অসন্তোষ দানা বেঁধেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’