• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বসিরহাটে ভাইপোকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত কাকা

ভাইপোকে খুনে অভিযোগে কাকার যথাযথ শাস্তির দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত কামরুলের বাড়ি সিল করে দেয়।

প্রতীকী চিত্র।

দুই খুদের বল নিয়ে ঝামেলা। শিশুসুলভ ঝগড়ায় নাক গলালেন কাকা। রাগে ক্ষোভে ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকেই কোপ। ১১ বছরের ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। ভাইপো খুনে অভিযুক্ত কাকা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাড়ির সামনে তুতো বোনের সঙ্গে বল নিয়ে খেলছিল বছর ১১-র আমিনুর জামান। হঠাৎ বল নিয়ে দু’জনের বিবাদ হয়। দুই খুদের ঝগড়ায় নাক গলান মেয়েটির বাবা কামরুল মণ্ডল। অভিযোগ, বিবাদের কারণে ভাইপো আমিনুরকেই মারধর করে কাকা। শুধু মারধরে ক্ষান্ত থাকেননি তিনি। ধারালো অস্ত্র দিয়ে নাবালক ভাইপোকে অনবরত কোপাতে থাকেন বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে বছর ১১-র আমিনুর।

বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা নাবালককে উদ্ধার করতে এলে, অস্ত্র ফেলে ছুটে পালান অভিযুক্ত কাকা। গুরুতর আহত অবস্থায় নাবালককে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নাবালকের মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভাইপোকে খুনে অভিযোগে কাকার যথাযথ শাস্তির দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত কামরুলের বাড়ি সিল করে দেয়। নাবালকের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।