• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বিএসএফের গুলিতে নিহত যুবকের পাশে উদয়ন

কোচবিহারের দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত এক যুবক। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম জাহানুর হক, বয়স ২০ বছর।

ফাইল ছবি

দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত এক যুবক। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম জাহানুর হক, বয়স ২০ বছর। তিনি মাদক পাচারকারীদের সাহায্য করছিলেন। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ সীমান্তে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উত্তপ্ত স্থানীয় রাজনীতি কারণ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর দাবি, নিহত ব্যক্তি একজন পরিযায়ী শ্রমিক। সম্প্রতি পরিবারের সঙ্গে ইদ পালন করতে তিনি বাড়ি ফিরেছিলেন। তিনি আরও বলেন, ওই ব্যক্তি পাচারের সঙ্গে যুক্ত হলে তিনি ভিনরাজ্যে কাজ করতে কেন যাবেন?

বিএসএফ অবশ্য তৃণমূল মন্ত্রীর দাবি পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছে, ৩ এপ্রিল ভোর ৫টা নাগাদ এক বিএসএফ জওয়ান দেখতে পান, সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে কিছু ঢোকানোর চেষ্টা করছেন। এর জন্যে কাঁটাতারের বেড়াও পার করে পাচারকারীরা, সেই সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষা করতে সেই বিএসএফ জওয়ান গুলি করেন ওই যুবকের উপর। জাহানুর হকের মা রিনা বিবির দাবি, ছেলে পাচারের সঙ্গে যুক্ত নয়, জিরো পয়েন্টে তাঁদের চাষের জমি বা পাশের মাঠে হয়ত ঘুরতে গিয়েছিল।