ছাত্রীদের সঙ্গে লাগাতার অশালীন আচরণ চালাচ্ছিলেন তিন শিক্ষক । আর ওই শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনও শুরু হয়। গত বৃহস্পতিবার স্কুলের ছুটির পর শিক্ষকদের ওই আচরণের প্রতিবাদে অভিভাবক ও ছাত্রীরা একযোগে প্রতিবাদে নেমেছিলেন। আর তার পরেই পর পর দু’জন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করল। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলীতে। কাষ্ঠশালি নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হন সকলে। অভিযোগ কয়েক দিন ধরেই ছাত্রীদের মোবাইলে ওই তিন শিক্ষক অশ্লীল মেসেজ পাঠাচ্ছিলেন।
ঘটনার প্রতিবাদে কয়েকশো অভিভাবক শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ছাত্রীদের অভিযোগ, তিন শিক্ষক পড়ানোর নাম করে তাদের কাছে ‘বাজে মেসেজ’ পাঠাচ্ছিলেন। এমনকী রাতেও মেসেজ পাঠানো হতো বলে অভিযোগ। এই নিয়ে টিচার ইনচার্জের কাছে অভিযোগ জানানো হয়।
অন্যদিকে টিচার ইনচার্জ জানান, তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তারাই আইনগত ব্যবস্থা নেবে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। প্রথমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইতিহাস শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বাকি দু’জন পলাতক ছিল। এবার আরও এক শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। কালনার এসডিপিও জানান, তৃতীয় অভিযুক্ত শিক্ষকের খোঁজ চলছে।