ভোর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন। আর সেই আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। আহতদের নাম অরুণ সিংহ এবং চঞ্চল হালদার। তাঁরা নদিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, এ দিন ভোর চারটে নাগাদ আগুন লাগে কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন সংলগ্ন মিষ্টির দোকানে। পরে তা দেখে আগুন নেভাতে যান স্থানীয়েরা। আর সেই সময়ই ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। সূত্রের খবর, তাতেই ঝলসে যান অরুণ এবং চঞ্চল নামে ওই দুই ব্যক্তি। তাদের প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ক্রমেই অবস্থার অবনতি হলে পরে নদিয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভস্মীভূত দোকান। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে দোকানে।