মাসখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে দালালের বাড়িতে বাস। তারপর সেই দালালের বাড়ি থেকেই ফের চোরা পথে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা। তবে গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। সীমান্ত এলাকা থেকেই পাকড়াও করা হয় দুই অনুপ্রবেশকারীসহ একজন দালালকে।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে এলাকার এক ব্যক্তির বাড়িতে দুই অপরিচিত যুবক আসে। নিজেদের ওই ব্যক্তির আত্মীয় বলে পরিচয় দিত তারা। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। সেই মতো খবর ছিল রাতে দালালের সঙ্গে বাংলাদেশ ফিরে যেতে পারে ওই দুই যুবক। সেই মতো অভিযান চালাতেই পাকড়াও করা হয় দালালসহ ওই দুই বাংলাদেশিকে। জেরার মুখে প্রথমে নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে দুজনেই। যদিও ভারতে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কেউই।