ওপার বাংলার বাসিন্দা। ভারতে এসে আত্মগোপন। পুলিশের জালে ২ বাংলাদেশী। নদিয়ার হাঁসখালি থানার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার রামনগর এলাকা থেকে ২ বাংলাদেশীকে গ্রেপ্তার করে। অভিযোগ, বেআইনিভাবে ওই ২ জন বাংলাদেশী ভারতে প্রবেশ করে। সেই কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় চারজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও খবর, চলতি মাসের ৮ তারিখ দু’জন বাংলাদেশী ভারতে কাজ করার উদ্দেশ্যে বেআইনীভাবে দালাল মারফত ভারতে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। রানাঘাট আদালতে ২ বাংলাদেশীকে তোলা হলে ২ জনকে চারদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
অন্য কোনো উদ্দেশ্যে রয়েছে কি না, বা এর পিছনে আর কোনও দালাল আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।