• facebook
  • twitter
Wednesday, 11 December, 2024

মহিষাদলে সমবায় সমিতিতে জয় তৃণমূলের

কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়টির দখল নিল তৃণমূল। শাসকদল দাবি করেছে, এই ফল বিজেপির ‘চরম সাংগঠনিক দুর্বলতা’ প্রমাণ করেছে। বিজেপির দাবি, কী কারণে এমন হয়েছে তা তাঁরা খোঁজ নিয়ে দেখবে।

জয়ের পর সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

কাঁথি সমবায় সমিতির ভোট নিয়ে আলোচনার মধ্যেই মহিষাদলে সমবায় সমিতির ভোটে তৃণমূলের বড় চমক দেখা গেল। পূর্ব মেদিনীপুরের এই সমবায় সমিতির ভোটে অধিকাংশ আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। বস্তুত, কাঁথির সমবায় সমিতির ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছে বিজেপি। আর কাঁথি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায়ে অধিকাংশ আসনেই প্রার্থী দিতে পারল না গেরুয়া শিবির। যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দখলে থাকা লক্ষ্যা-২ পঞ্চায়েতের কালিকাকুন্ডু ও বক্সিচক গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কালিকাকুন্ডু বক্সিচক সমবায় সমিতি। বুধবার এই সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এখানে ভোটারের সংখ্যা প্রায় ১৪০০। কিন্তু ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টিতে মনোনয়ন জমা দিতে পারল বিজেপি। অপরদিকে সব ক’টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়টির দখল নিল তৃণমূল। শাসকদল দাবি করেছে, এই ফল বিজেপির ‘চরম সাংগঠনিক দুর্বলতা’ প্রমাণ করেছে। বিজেপির দাবি, কী কারণে এমন হয়েছে তা তাঁরা খোঁজ নিয়ে দেখবে।
আগামী শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের দিন ঠিক হয়েছিল ২৪ ডিসেম্বর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবারের মধ্যে বিজেপির তিন প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার না-করলে নির্ধারিত দিনে ভোটগ্রহণ হবে।