একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে আর ততই দৈন্য দশা দেখা যাচ্ছে বিরোধীদের। পূর্ব বর্ধমানের জামালপুরে এর আগে যত গুলি সমবায় নির্বাচন হয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আজ জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে শিয়ালি সমবায় সমিতির ৪৩টি আসনে, গুড়েঘর মাধবপুর সমবায় সমিতির ৪০টি আসনে ও মহিষগড়িয়া সমবায়ের ৯টি আসনে নির্বাচন হয়।
সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন দল প্রার্থীই দিতে পারেনি। নির্বাচনকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তাতে বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। নাহলে সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারে না? মানুষ নিজের চোখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখছেন তাই অন্য কোনো দলের ঠাই নাই।