• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল

কেন্দ্রের প্রতিনিয়ত বঞ্চনার প্রতিবাদে মানুষ আজকের এই উপনির্বাচনে ভোট দিয়েছে ওরা বাংলার মানুষের গলা টিপতে চাইছে। আর বাংলার জনগণ বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর শপথ নিয়েছে।

সবংয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের নেতা-কর্মীরা। নিজস্ব চিত্র

সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় এর সমর্থনে শনিবার একটি বিরাট মিছিল সংঘটিত হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স। ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, সবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস দত্ত বিধায়ক প্রতিনিধি বাদল বেৱা এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, স্বপন মাইতি অজিত আদকসহ বহু নেতৃত্ব এবং কয়েক যুবকর্মী এবং মহিলা কর্মীদের নিয়েএই মিছিল সবং দলীয় অফিস থেকে বাজারপাড়া নেতাজী স্ট্যাচু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার।

মিছিলের শেষে রাজ্যের মন্ত্রী মানস বাবু বক্তব্য রাখতে গিয়ে সিপিএম বিজেপির তীব্র সমালোচনা করেন, তিনি বলেন যারা আরজিকরকে সামনে রেখে বাজার গরম করতে চেয়েছিল, যারা মানুষকে বোকা বানাতে চেয়েছিল, যে মমতা ব্যানার্জি আর সরকারে আসতে পারবেনা, কিন্তু বাংলার মানুষ এই মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিয়ে মা মাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত আবারো শক্ত করলেন শুধু তৃণমূলের শক্ত ঘাঁটি নয় বিজেপির শক্ত ঘাঁটি থেকে বিজেপির আসন বাংলার মানুষ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী এবং নেতা হাতে তুলে দিলেন। কেন্দ্রের প্রতিনিয়ত বঞ্চনার প্রতিবাদে মানুষ আজকের এই উপনির্বাচনে ভোট দিয়েছে ওরা বাংলার মানুষের গলা টিপতে চাইছে। আর বাংলার জনগণ বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর শপথ নিয়েছে। তাই যতই অপপ্রচার করবে যতই কুৎসা করবে বাংলার মানুষ তত তৃণমূলের কাছে দাঁড়াবে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করবে।