• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

বীরভূমে তৃণমূল নেতাকে হত্যা, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

বীরভূমে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল নেতার নাম নিয়ামুল শেখ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।

ফাইল ছবি

বীরভূমে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল নেতার নাম নিয়ামুল শেখ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকড়তলা থানা এলাকার বড়রা গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার উপর রড, লাটি নিয়ে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপর বেধড়ক মারধর করা হয় তাঁকে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় নিয়ামুলের। ঘটনায় এলাকায় শুক্রবার রাত থেকেই মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশবাহিনী।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। মৃত তৃণমূল নেতার দাদা এনামুল শেখের অভিযোগ, নিয়ামুল তৃণমূলের ঊজ্জ্বল কাদেরির সঙ্গে থাকেন। সেই আক্রোশে এলাকারই কালো গোষ্ঠী তাঁর ভাইকে আক্রমণ করে। কালোর বাড়ির সামনে একটি লোহার আড়তের কাছেই তাঁর ভাইকে খুনের চেষ্টা করা হয় দাবি করেছেন এনামুল।