• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

পুলিশের কাজে বাধা দেওয়া, ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য।

পুলিশের কাজে বাধা দেওয়া, ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আকিপুর গ্রামে আমিরুল ইসলাম এবং সরিফুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত শরিকি বিবাদ চলছিল। অভিযোগ বৃহস্পতিবার দুপুরে এক ভাই সরিফুলের পক্ষ নিয়ে চাঁপাপুকুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনসার আলি মণ্ডল দলবল নিয়ে আমিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। আমিরুল ইসলামকে বেধড়ক মারধোর করলে সেই সময় আমিরুলের মেয়ে ও তার স্ত্রী জামাই ঠেকাতে গেলে তাদেরকে বেধড়ক মারধোর করে। মাকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়।

এই খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও কয়েকজন তাঁদের হেনস্তা করে ও ধাক্কা দেয় বলে অভিযোগ। এ ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য আনসার আলি মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।