বিজয়া সম্মিলনীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

দলের নির্দেশ মেনে বিজয়া সম্মিলনী আয়োজিত হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতারে। আর সেই অনুষ্ঠান ঘিরেই প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক বনাম ব্লকের সহ সভাপতির দ্বন্দ্ব নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ব্লকের সহ সভাপতি অশোক হাজরার মধ্যে রীতিমত বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়ে যায়। যদিও তৃণমূল কংগ্রেসের কোনও নেতা কর্মীরা ঘটনার কথা স্বীকার করতে রাজি হননি।

বুধবার ভাতারের আবাসন মঞ্চে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল বিধায়কের উদ্যোগে। কয়েক হাজার কর্মী সমর্থক, নেতা-নেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সহ সভাপতির নেতৃত্বে একটি মিছিল আসার সময় মাঝপথে বিধায়ক ও সহ সভাপতির মধ্যে বচসা শুরু হয়। বিধায়ক গোষ্ঠীর নেতাদের অভিযোগ, অনুষ্ঠান উপলক্ষে সহ সভাপতি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যানারে তাঁর নিজের ছবি দিয়েছেন। আর এই নিয়েই বাকবিতণ্ডা ও দ্বন্দ্বের সূত্রপাত। এখানেই শেষ নয়, সহ সভাপতি গোষ্ঠীর সর্মথকেরা দাবি করেন, তাঁদের নেতাকে মঞ্চে ডাকা হয়নি। ঘটনা নিয়ে ফের উত্তেজনা ছড়ায়। সবশেষে অনেক দেরিতে অনুষ্ঠান শুরু করা হয়। যদিও দু’পক্ষেরই দাবি, দলের নির্দেশ মেনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয়েছে। কোনও গন্ডগোল হয়নি।