সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভার্চুয়াল সভার মধ্যে কিছু নির্দেশ দিয়েছিলেন। তাঁকে সামনে রেখেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছিল।
ওই সভায় রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া, সবং-এর প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভুঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স ,তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভুঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা এবং সমস্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধি গণ, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির কর্মকর্তাগণের উপস্থিতিতে ব্লক এবং অঞ্চল লেভেলে ভোটার তালিকা যে কমিটি তৈরি করতে বলেছিলেন সেই কমিটি রবিবার তৈরি করা হয়।
ওই সভায় মানস বলেন, প্রতিটি বাড়িতে আমাদের এই কমিটির লোকজন পৌঁছে যাবে এবং যারা বিভিন্নভাবে কমিটির দায়িত্ব পেয়েছেন, সারা বছর ধরে দায়িত্ব সহকারে কাজ করতে হবে। যাঁরা পারবেন না বুথ হোক আর অঞ্চল, তাঁদেরকে সরিয়ে নতুন লোকদের দায়িত্ব দিতে হবে। আমাদের কাজ করাতে হবে। বিজেপি গভীর চক্রান্ত করছে ভোটার তালিকা নিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন মানতে বাধ্য হয়েছে এপিক কার্ডে গন্ডগোল আছে এবং বহু ভুতুড়ে ভোটার আছে। অতএব আমাদের প্রতিটি কর্মী-নেতৃত্বকে সতর্কতার সঙ্গে এটি পর্যবেক্ষণ করে দেখতে হবে।