জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আদিবাসী সংগঠন

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ শুরু করবে ভারত জাকাত মাঝি পারগনা মহাল। সংগঠনের অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলা পারগনা মনোরঞ্জন মুর্মু বলেন, আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে জঙ্গলমহলের চারটি জেলা – পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার ৭৪টি ব্লককে পঞ্চম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। সাঁওতালি শিক্ষা বোর্ড অবিলম্বে তৈরি করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত সমস্যা নকল তফশিলি উপজাতি শংসা। এই নকল শংসাপত্র ব্যবহারের জন্য যাঁরা ধরা পড়বেন, তাঁদের আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্যস্তরের কমিশন তৈরি করতে হবে।

মনোরঞ্জন মুর্মুর কথায়, সাঁওতালি ভাষায় পরীক্ষার ফর্ম ফিলাপ করার ব্যবস্থা করতে হবে। বন আইনে যে সংশোধনী আনা হয়েছ, তা বাতিল করতে হবে। জঙ্গলের ওপর আদিবাসীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ইউসিসি লাগু করারও বিরোধিতা করবে মহাল। মনোরঞ্জনবাবু বলেন, আমরা আশাবাদী সরকার আমাদের দাবিগুলি বিবেচনা করবে। আপাতত রেলকে এই অবরোধ কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র, দুই সরকারের কাছেই আমাদের আবেদন রাখা হবে।