শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশনে অবরোধ। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ অবরোধ শুরু হয়। লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই এই অবরোধ বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। সাতসকালে অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে হাজার হাজার যাত্রী।
অবরোধকারীদের অভিযোগ, বনগাঁ থেকে ওই ট্রেনটি মাঝেরহাট যাওয়ার কথা থাকলেও বেশিরভাগ দিন সেটি গন্তব্যে যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়েই যাত্রা শেষ করে। বারংবার রেলকে অভিযোগ জানিয়েও সমস্যা মেটেনই। তাই বাধ্য হয়েই রেল অবরোধের পথে হেঁটেছেন তাঁরা।
এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বনগাঁ-মাঝেরহাট লোকাল অশোকনগর রোড স্টেশনে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেন অবরোধ শুরু হয়ে যায়। নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়ে যায়। অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।
অবরোধ তুলরে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসাও শুরু হয়ে যায়। চ্যাংদোলা করে অবরোধকারীদের সরায় পুলিশ। পুলিশের লাঠির গায়ে আহতও হন বেশ কয়েকজন অবরোধকারী। এদিকে ট্রেন দাঁড়িয়ে পড়ায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং খোলা যায়নি। সেই কারণে যশোর রোডেও যানজট তৈরি হয়েছে।
অশোকনগরে রেল অবরোধকারী এক নিত্যযাত্রী বলেন, মাঝেরহাট লোকাল কেন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে না? বারাসত থেকে ট্রেন পরিবর্তন করে দত্তপুকুর লোকালে উঠতে হচ্ছে আমাদের। দীর্ঘদিন ধরে এই মাঝেরহাট লোকাল বন্ধ।