উড়ালপুলের ডিভাইডারের উঠে ঝুলে ট্রেলারের ইঞ্জিন। রবিবার সাতসকালেই এই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে ট্রেলারের চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ১ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে সেটি। ইঞ্জিনটি ডিভাইডারের উপরে উঠে যায়। সেখান থেকেই বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা যায় ট্রেলারটিকে।
স্থানীয়দের বক্তব্য, ট্রেলারটি মালপত্র ভর্তি থাকায় নীচে পড়েনি। সেটি নীচে পড়লে দুর্ঘটনা ঘটতে পারত। ট্রেলারটি আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ইঞ্জিনটিকে সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা বাসিন্দারা, বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠে মোড় নিতেই দুর্ঘটনাটি ঘটে। রড বোঝাই থাকার কারণে পুরো ট্রেলার নিচে পড়ে যায়নি। উড়ালপুরে নীচেই ১৯ নম্বর জাতীয় সড়ক। ট্রেলারটি নীচে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। মাঝেমধ্যেই উড়ালপুরে দুর্ঘটনা ঘটে।