মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হাওড়া ময়দান এলাকাবাসী। বেসরকারি স্কুলবাসের সঙ্গে ল্যাম্পপোস্টের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন। শুক্রবার দুপুরে হাওড়া ময়দান এলাকায় আচমকাই একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে। ওই স্থানে উপস্থিত পাঁচজন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
বাকি চারজন চিকিৎসারত অবস্থায় ভর্তি রয়েছেন। কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসটি দ্রুতগতিতে এসে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিল। তাহলে কি চালক দ্রুতগতিতেই বাসটি চালাচ্ছিলেন। কিন্তু স্কুলবাসে করে পড়ুয়ারা যাতায়াত করে। দ্রুত গতিতে সেই বাস চালানো কতটা নিরাপদ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।