• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

দৃষ্টিহীনদের দিয়ে ট্রাফিক সচেতনতা পুলিশের

মূক, বধির ও দৃষ্টিহীনরা ইশারা করে চালকদের সাবধানে গাড়ি চালানো, গাড়ির গতিবেগ ঠিকঠাক রাখা সহ যাবতীয় বিষয়ে সচেতন করেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র।

মূক, বধির ও দৃষ্টিহীনদের দিয়ে ট্রাফিক সচেতনতার অভিনব বার্তা দিলেন পুলিশ আধিকারিকরা। শহর বর্ধমানের রাস্তায় জেলা পুলিশের এই অভিনব কর্মসূচি চলে দিনভর। পুলিশ সুপার সায়ক দাস বলেন, সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা চলছে। এবার সেই কর্মসূচিতে মূক বধির ও দৃষ্টিহীনদের সামিল করা হলো।

এই দিন শহরের বীরহাটায় বাঁকা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে দীর্ঘ সময় সচেতনতা চালানো হয়। ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর সঙ্গে থেকে মূক, বধির ও দৃষ্টিহীনরা ট্রাফিক সচেতনতার কাজে সাহায্য করেন। তাঁদের দিয়ে প্রচারে অনেকটাই সাফল্য পাওয়া যাবে বলে দাবি চিন্ময় বাবুর। তিনি বলেন, মানুষজন এদের দেখে অনেকটাই সচেতন হচ্ছেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সচেতনতার কাজ চলবে বলে তিনি জানান। এর পর অনান্য কর্মসূচিও নেওয়া হবে।

এদিন রাস্তায় বাস ও অনান্য যানবাহনের এয়ার হর্ন খুলে দেওয়া হয়। একই সঙ্গে বাইকে অতিরিক্ত সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ যাতে না হয়, সেই ব্যাপারে সচেতন করা হয় মোটর সাইকেল আরোহীদের। যে সমস্ত বাইকগুলোয় অতিরিক্ত সাইলেন্সার লাগানো ছিল, সেগুলো খুলে ফেলা হয়। মূক, বধির ও দৃষ্টিহীনরা ইশারা করে চালকদের সাবধানে গাড়ি চালানো, গাড়ির গতিবেগ ঠিকঠাক রাখা সহ যাবতীয় বিষয়ে সচেতন করেন।