নিরাশ্রয় বৃদ্ধ-বৃদ্ধাকে আশ্রয় পার্টি অফিসে

প্রতীকী চিত্র।

পারিবারিক অশান্তির কারণে ঘরছাড়া এক প্রবীণ দম্পতি আশ্রয় পেলেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। মানবিক এই ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুরে। সন্তানসহ ওই বৃদ্ধ বৃদ্ধা এখন ভেরিলি এলাকায় তৃণমূলের দলীয় দপ্তরেই রয়েছেন। আর তাঁদের দেখভালের দায়িত্বে আছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

জানা গিয়েছে, ওই গ্রামেরই মেয়ে এবং তাঁর স্বামীকে পারিবারিক অশান্তির কারণে ঘর থেকে বের করে দেওয়া হয়। তারপর তাঁরা একটি মন্দিরের পাশে কার্যত রাস্তায় সংসারের যাবতীয় সামগ্রী সহ বসে ছিলেন। ওই রাস্তায় যাবার সময় তাঁদের ওই অবস্থায় দেখতে পান তৃণমূলের বুথ সভাপতি সুদীপ মজুমদার। তিনি তাঁদের সঙ্গে কথা বলে পুরো ঘটনার কথা জানান ব্লকের উচ্চ নেতৃত্বকে। এর পরেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান পার্টি অফিসে তাঁদের আশ্রয় দেবার নির্দেশ দেন। তারপর ঘর থেকে বিতারিত ওই দম্পতি জিনিসপত্র নিয়ে দলীয় দপ্তরেই রয়েছেন।

এ ব্যাপারে ব্লক সভাপতি জানান, ‘আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় অসহায় মানুষের পাশে থাকার কথা বলেন। ঠাণ্ডায় ওই দম্পতি কোথায় থাকবেন, তাই পার্টি অফিসে আশ্রয় দিতে বলি। শীতের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে। দলীয় কর্মীরা তাঁদের পাশে আছে। যে কোন প্রয়োজনে সব রকমের সহযোগিতা করা হবে।’